35 C
Dhaka
এপ্রিল ২৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজণীতি

আন্দোলনে পরাজিতরা নির্বাচনেও পরাজিত হবে

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচনে সরকারের ধারাবাহিকতা ছিল বলেই আজকে বাংলাদেশ সব সূচকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতার জন্য সরকারের ধারাবাহিকতাও প্রয়োজন। এ জন্য আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। যারা আন্দোলনে পরাজিত হয়, তারা নির্বাচনেও পরাজিত হবে। বিএনপি নেত্রী খালেদা জিয়া সরকার পতনের আন্দোলনে পরাজিত হয়েছিলেন, এবার একাদশ সংসদ নির্বাচনেও পরাজিত হবে।

আজ শুক্রবার সরকারের চার বছর পূর্তি উপলক্ষে শরীয়তপুরের নড়িয়ার ঘড়িসা ইউনিয়নের নোয়াদার বাঙলাবাজার মাঠে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঘড়িসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, সখিপুর থানা সভাপতি হুমায়ুন কবির মোল্লা, নড়িয়ার আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানদের মধ্যে হাবিবুর রহমান সিকদার, আবদুর রব খান, হাসেম দেওয়ান, এনায়েতউল্লাহ মুন্সি, আলমগীর হোসেন, লিয়াকত হোসেন মুন্সি, ফজলুল হক মাল, আলম বয়াতি, আদিল মুন্সি, জহির শিকদার, মনির হোসেন সুমন, সানাউল্লাহ, ছাত্রলীগের ফরহাদ হোসেন রিয়াদ, মফিজুর রহমান হিরু প্রমুখ।

এনামুল হক শামীম বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে। সংবিধানের বাইরে গিয়ে অনির্বাচিতদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হবে না। নিয়ম অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন। প্রধানমন্ত্রীর অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়ায়। আর বিএনপি ক্ষমতায় থাকলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। বিদেশে ভাবমূর্তি নষ্ট হয়। দেশের অর্থ পাচার হয়। তাই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে হলে তৃতীয় মেয়াদে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। সরকারের ধারাবাহিকতা ছিল বলেই আজকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে। বড় বড় মেগাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official