এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
নারী ও শিশু রাজশাহী

একসাথে চার সন্তান প্রসব করলেন রাজশাহীর নাজনিন নাহার

অনলাইন ডেস্ক:

রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন নাজনিন নাহার (২৮) নামে এক গৃহবধূ।

মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানদের জন্ম দেন তিনি। চার সন্তানের মধ্যে দু’টি ছেলে এবং দু’টি মেয়ে।

নাজনিন নাহার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙা এলাকার মামুনুর রশিদের স্ত্রী। মামুনুর রশিদ স্থানীয় একটি অটো রাইস মিলে চাকরি করেন।

মামুনুর রশিদ জানান, সোমবার তার স্ত্রী নাজনিন নাহারকে রাজশাহী নগরীর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতালে ভর্তি করেন। সেখানকার স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ফাতেমা সিদ্দিকা মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই গৃহবধূর অস্ত্রোপচার করেন।

জন্মের সময় চার নবজাতকের মধ্যে দুই ছেলের ওজন আড়াই পাউন্ড করে। আর দুই মেয়ে শিশুর ওজন ২ পাউন্ড করে।

চার নবজাতকের দাদা মনসুর রহমান জানান, একসঙ্গে পরিবারে চার অতিথি আসায় সবাই খুশি। তবে তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকছেই। বর্তমানে মা এবং নবজাতকরা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

সম্পর্কিত পোস্ট

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

banglarmukh official

অন্তরঙ্গ অবস্থায় নারী কাউন্সিলরের সঙ্গে কৃষি কর্মকর্তা ধরা

banglarmukh official

ভারতে যাওয়ার সময় রাসিকের হিসাবরক্ষক আটক

banglarmukh official

কলেজ ছাত্রের সঙ্গে নার্সিং শিক্ষার্থীর প্রেম, অতঃপর…

banglarmukh official

ধর্ষণের শিকার ৬ বছরের শিশু, অভিযুক্ত গ্রেফতার

banglarmukh official