তানজীল শুভ :
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই শিক্ষা যেন আজ প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌছে গিয়েছে। কেননা সরকার প্রতিবছরই এই শিক্ষাকে বেগবান করার জন্য প্রতিবছর অনেক বই বিনামূল্যে বিতরণ করে থাকেন।প্রতিবছরের ন্যায় এইবার ও বছরের শুরুতে সারাদেশব্যপী নতুন বই বিতরণ করা হয়।
আর সারাদেশের মত এইবছর ও নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা বরিশালের অনেক আলোচিত প্রাইমারী স্কুল এনায়েত উল্লাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা।১ জানুয়ারি সকাল ১০ ঘটিকার সময় শিক্ষর্থীদের হাতে নতুন বই তুলে দেয় স্কুলের প্রধান শিক্ষিকা , সভাপতি, জমির দাঁতা জনাবএস এম রফিক উল্লাহ সহ অন্যান্য শিক্ষিকা বৃন্দ।স্কুলের প্রধান শিক্ষিকার সাথে কথা বললে তিনি জানান, আমরা চাই শিক্ষার্থীরা যেন নতুন বই পাওয়ার আনন্দে বই গুলো বাসায় রেখে না দিয়ে পড়তে বসে। এবং বই গুলো যত্ন করে রাখে। এবং প্রতিদিন স্কুলে আসে। তিনি গার্ডিয়ানদের উদ্দেশ্য করে বলেন। তারা যেন তাদের শিশুদের ভাল ভাবে দেখা শুনা করে যাতে করে তারা প্রতিদিন স্কুলে আসে এবং নিয়মিত ক্লাসের পড়া শিখে আসে। তাহলে তারা আরো ভাল ফলাফল করতে পারবে।সবশেষে তিনি সরকারকে কৃতজ্ঞতা জানান এবং শিক্ষার্থীদের উজ্জল ভবিষৎ কামনা করেন।