22 C
Dhaka
ফেব্রুয়ারি ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

কলেজে এভিনিউতে বৃদ্ধকে মারধর, থানায় অভিযোগ


নিজস্ব প্রতিবেদক।।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল নগরীর ২০নং ওয়ার্ডের কলেজ এভিনিউর ১০নং গল্লির আলাউদ্দিন সিকদারের ছেলে বাছেদ সিকদার(৬১)কে মারধর করা হয়েছে।

ভুক্তভোগী বাছেদ সিকদার বলেন, (২জানুয়ারি) সোমবার রাত ১০টার দিকে আমার বাসার সাথে সরু গলিতে অটো ডুকালে আমার দেয়ালে অটো আটকে পরে। এসময় তাদের বার বার নিষেধ করার পরেও অটো ডুকানোর চেষ্টা করে। এটায় বাধাঁ দিলে আমাকে গালিগালাজ করে। এসময় আমি বাসার নিচে আসলে অটোতে থাকা চার পাঁচজন পুরুষ ও একজন মেয়ে আমাকে মারধর করে।

এসময় আমার ডাকচিৎকারে আশেপাশের লোকজন আসলে তাদের দুজনকে আটক করে থানায় খবর দেয়।
খবর পেয়ে নতুন বাজার ফাঁড়ির এএসআই কামরুল ঘটনাস্থল গিয়ে মাসরাফি ও তার স্ত্রী তাসরিফ বিনতে তায়মনকে আটক করে থানায় নিয়ে যায়। নতুনবাজার ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বলেন গত রাতের মারধরের ঘটনায় লিখিত পেয়েছি ঘটনার যথাযথ তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল এসে দেখতে পাই কয়েকটি নেশাগ্রস্ত ছেলে ও একটি মেয়ে অকারণে আমাদের এলকার মুরুব্বি বাছেদ শিকদারকে অতর্কিত হামলা করেছে। তিনি আরো বলেন,বহিরাগত এসব উগ্রপন্থী ছেলেমেয়েদের আসল উদ্দেশ্য কি এটা তদন্ত করে জানা দরকার।

এবিষয় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম বলেন, উক্ত ঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে দু’পক্ষের বাকবিতন্ডা, হাতাহাতি

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম

banglarmukh official

বরিশালে শব্দ দূষণ বন্ধে বরিশালে র‍্যালী ও লিফলেট বিতরণ

banglarmukh official

বরিশালে ইলিশে নিষেধাজ্ঞার ১৮ দিনে ৫৫৬ জেলের কারাদণ্ড

banglarmukh official