ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপনির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়নপত্র কিনেছেন জনপ্রিয় ব্যান্ড মাইলসের শাফিন আহমেদ।
সোমবার জাতীয় পার্টির কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির আগ্রহী প্রার্থীদের মাঝে মেয়র পদে ২টি এবং কাউন্সিলর পদে ২৯টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে সংরক্ষিত আসনে একজন নারী কাউন্সিলর প্রার্থী আছেন।
মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে বলেও জানান খন্দকার দেলোয়ার জালালী।
জাতীয় পার্টি মহানগর উত্তরের দফতর সম্পাদক আনিসুর রহমান খোকন সম্ভাব্য প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।