জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, সোমবার সকালে গণভবনে এসে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান র্যাবের ডিজি। এসময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, “ক্ষমতা ব্যক্তিগত চাওয়া-পাওয়ার বিষয় নয়। জনগণের জন্য কাজ করা আমার জন্য একটা সুযোগ। আমার পিতার অসমাপ্ত কাজগুলো শেষ করে যেতে চাই।
প্রধানমন্ত্রী সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভোটের জয়কে বিজয়ের মাসে আরেকটি ‘বড় বিজয়’ হিসেবে উল্লেখ করেন।