বিএনপি খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে আটক দুই নেতাকে পুলিশের ওপর হামলা চালিয়ে প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপির কর্মীরা। তবে আটক আসামি ছিনিয়ে নেওয়ার খবর অস্বীকার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে হাইকোর্টের ঈদগাহ গেটের সামনে এ ঘটনা ঘটে। খবর বাংলা নিউজের।
বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে প্রিজনভ্যানটি ভাঙচুর করে ওই দুইজনকে ছিনিয়ে নেন।
তবে এ খবর অস্বীকার করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাবিদ কামাল শৈবাল। তিনি বলেন, একটি প্রিজনভ্যান ভাঙচুর করা হলেও ভ্যানে কোনো আসামি ছিল না। কাউকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস বলেন, খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় একটি প্রিজনভ্যান ভাঙচুর করে বিশৃঙ্খলার চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের আটক করতে অভিযান চলছে।