শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বরিশাল অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে বরিশাল নগরীর পুলিশ লাইনস্থ তার কার্যালয় গিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সকলের উদ্দেশ্য বলেন, তোমরা সবাই সাংবাদিক হিসেবে আরো ভালো ভাবে কাজ করবে। তোমাদের কাজে যেন কোন মানুষ হয়রানি বা কষ্ট না পায় সেদিকে সবাই খেয়াল রাখবা। আমি আমার ব্যাক্তিগত উদ্যােগে তোমারদের সকলের ট্রেনিং এর ব্যবস্থা করে দিবো। তিনি সকলের মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন। এসময় উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরেফিন তুষার, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কেএম নয়ন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক, বরিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি খান রুবেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।