22 C
Dhaka
জানুয়ারি ৩১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রচ্ছদ বরিশাল

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরী এবং উজিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। শুক্রবার সকালে নগরীর নতুন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় প্রবীণ শিক্ষক বিশ্বনাথ চক্রবর্তী (৬৫) এবং গত বৃহস্পতিবার রাতে উজিরপুরে নিহত হয় স্কুল ছাত্রী ফাতেমা আক্তার (১১)।

বিশ্বনাথ নগরীর অমৃত লাল দে সড়কের ঝাউতলা প্রথম গলি এলাকার বাসিন্দা। সে কোন স্কুলের শিক্ষক না হলেও প্রাইভেট পড়িয়ে নগরীতে সুনাম কুড়িয়েছেন।

বিশ্বনাথের পারিবারিক সূত্র থেকে জানায়, শুক্রবার সকালে নতুনবাজার সংলগ্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় বিশ্বনাথ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেরেবাংলা মেডিকেলের জরুরী বিভাগের ডা. দাস রনবীর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হলে পঞ্চমতলার সার্জারি ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে গত বৃহস্পতিবার রাতে উজিরপুরের মূলপাইন এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে নিহত ফাতেমা স্থানীয় শের-ই বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও উজিরপুর পৌর এলাকার বাসিন্দা রহমান সেরনিয়াবাতের মেয়ে।

স্থানীয়রা জানায়, উজিরপুরের বড়কোঠায় কুলখানীর অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের ইজিবাইকে বাড়িতে ফিরছিলেন বাবা ও মেয়ে। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ফাতেমা গুরুতর আহত হয়। তাকে বরিশাল মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা মারা যায়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

banglarmukh official

সারা দেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি

banglarmukh official

জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৭ জনকে

banglarmukh official

আগামীকাল শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ

banglarmukh official