33 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয় প্রচ্ছদ

বিপিএল: সিলেট পর্ব শেষে শীর্ষে রুশো ও তাসকিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শেষ হয়েছে কাল শনিবার। ঢাকার প্রথম ও সিলেটের পর্বে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে ২২টি। বিপিএল পাড়ি দিয়ে ফেলেছে প্রায় অর্ধেক পথ। আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ঢাকার দ্বিতীয় পর্ব।

বিপিএলের সিলেট পর্ব শেষে ব্যাটিংয়ে রানে শীর্ষে আছেন রাইলি রুশো, আর বোলিংয়ে উইকেটে শীর্ষে আছেন তাসকিন আহমেদ।

চলতি বিপিএলে বাংলাদেশের বোলাররা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। শীর্ষ পাঁচ বোলারের ৪ জনই বাংলাদেশি। এদের মধ্যে শীর্ষ তিনজনই পেসার।

৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন সিলেট সিক্সার্সের হয়ে খেলা ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে রংপুর রাইডার্সের শফিউল ইসলাম আছেন দ্বিতীয়তে। সমানসংখ্যক ম্যাচে ১২ উইকেট নিয়ে তিনে আছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে অবস্থান করছেন চারে। আর শীর্ষ পাঁচের তলানিতে আছেন একমাত্র বিদেশি চিটাগং ভাইকিংসের রবি ফ্রাইলিঙ্ক। ৪ ম্যাচে তার উইকেট সংখ্যা ৯।

তবে ব্যাটসম্যানের শীর্ষ পাঁচের তালিকায় হতাশ করেছেন বাংলাদেশিরা। বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচে বিদেশিদের আধিপত্যই বেশি। শীর্ষ তিন ব্যাটসম্যানের প্রথমেই আছেন রংপুরের রাইলি রুশো। ৭ ম্যাচে তার রান ৩৪৯। সিলেটের নিকোলাস পুরান আছেন দ্বিতীয়তে। ৭ ম্যাচে ২৪৪ রান তার নামের পাশে।

সিলেট সিক্সার্সের ডেভিড ওয়ার্নার ৭ ম্যাচে ২২৩ রান নিয়ে আছেন তৃতীয় নম্বরে। এরপর আছেন বাংলাদেশের জুনায়েদ সিদ্দিকি (৭ ম্যাচে ২০৩) ও মুশফিকুর রহিম (৫ ম্যাচে ১৯১)। তবে সিলেট পর্বেই শেষ ওয়ার্নারের বিপিএল। তাই তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানদের।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official