হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কেজি সোনাসহ জাপানি নাগরিক কেনগো সিবাতাকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন, রাত ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর থেকে শাহজালালে অবতরণ করা একটি ফ্লাইটের যাত্রী জাপানি নাগরিক কেনগো সিবাতার কাছ থেকে এক কেজি ওজনের ১১টি স্বর্ণবার জব্দ করা হয়। গ্রিন চ্যানেলে আসার পর ওই যাত্রীকে সনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে স্ক্যান করে ও শরীরে তল্লাশি চালিয়ে ১১টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।