নতুন দফতরে যোগ দিয়ে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সময় কম, চ্যালেঞ্জ বেশি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই দেবেন দক্ষতা ও সততার সঙ্গে কাজ করবো। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মতো এখানেও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আজ রবিবার সকালে সচিবালয়ে তথ্য প্রতিমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারানা হালিম এসব কথা বলেন।
তারানা হালিম বলেন, এ মন্ত্রণালয়ে সুন্দর সুন্দর কাজ আরও বেশি উপহার দেবো। আশা করছি, ইনু ( তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু) ভাইও সহযোগিতা করবেন।