26 C
Dhaka
অক্টোবর ৩০, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি জাতীয় প্রচ্ছদ রাজণীতি

সরকারি কর্মকর্তারা জনগণের শাসক নন, সেবক: শিল্পমন্ত্রী

সোমবার শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে উর্ধ্বতন কর্মকর্তা এবং এর অধীন দপ্তর ও সংস্থাসমূহের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্পসচিব মো. আবদুল হালিম (ভারপ্রাপ্ত) এ সভায় উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‌‘সবার সমবেত প্রচেষ্টায় মন্ত্রণালয়ের সব টার্গেট নির্ধারিত সময়ের মধ্যে অর্জন করতে হবে।’

তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তারা জনগণের শাসক নন, সেবক- এ কথা মনে রেখে কাজ করলে সব কাজই সহজে করা সম্ভব।’

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘জনগণকে দেওয়া আমাদের অঙ্গীকারসমূহ পূরণ করতে হবে।’ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে মানুষের প্রত্যাশা পূরণ করার কথাও তিনি সব কর্মকর্তাকে স্মরণ করিয়ে দেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিল্পখাত বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃজন করে দেশের উন্নতিতে সরকারি কর্মকর্তদের ভূমিকা রাখতে হবে।

তিনি এ সময় চিনি শিল্প প্রতিষ্ঠান সমূহের উৎপাদন সক্ষমতার পূর্ণ প্রয়োগের আহ্বান জানান।

সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের সম্পদ, দেশের সম্পদ একথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বন্ধ শিল্প কারখানাগুলো চালু করে এগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ব্যবস্থা নিতে হবে।

সম্পর্কিত পোস্ট

রেলওয়ের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

banglarmukh official

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ১২৪৮ জন

banglarmukh official

দিনে ৯০০ কোটি টাকার রেমিট্যান্স আসছে দেশে

banglarmukh official

কর্মসংস্থান সৃষ্টি অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য: নাহিদ

banglarmukh official

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেফতার

banglarmukh official

খালেদা জিয়ার কয়লাখনি দুর্নীতি মামলার চার্জ শুনানি পেছাল

banglarmukh official