খুলনার একাত্তর টিভি, ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু , টাঙ্গাইলের ডিবিসি নিউজের সোহেল তালুকদার, ক্যামেরা ম্যান আশিকুর রহমান শহিদ, বার্তা টোয়েন্টিফোর ডটকমকে ও ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক অভিজিৎ ঘোষ দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক মোহাইমিনুল মন্ডল হৃদয় এবং আশুলিয়ার চ্যানেল টি ওয়ানের প্রতিনিধি ইয়াসিন সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও দুস্কৃতকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে বরগুনা প্রেসক্লাব ও জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্দোগে মঙ্গলবার (৭ জানুয়ারী) সকাল ১১ টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জিব দাস,জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আবদুল আলীম হিমু, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক হাফিজুর রহমান,জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক স্বপন দাস, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।উক্ত মানববন্ধন পরিচালনা করেন,লোকবেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল।
এসময় বক্তারা বলনে সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক হামলার শিকার হোক, এটা আমাদের কাম্য না। এ হামলায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এবং রাজ পথে নেমে আসবে।