বরিশালের জনপ্রিয় ও স্বনামধন্য দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল বরিশাল জনপদ এর সম্পাদক মোঃ লিটন বাইজিদ এর ৩৫ তম জন্মদিন আজ। ১৯৮৭ সনের ২ জানুয়ারি তার নিজ বাড়িতে জন্ম গ্রহন করেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামের আলহাজ্ব অধ্যক্ষ মোঃ হেমায়েত উদ্দিন আহমেদ এর বড় ছেলে। বরিশাল বি এম কলেজ থেকে ২০১২ সালে মাস্টার্স শেষ করে ঢাকায় বিভিন্ন মিডিয়ার সাথে যুক্ত ছিলেন, পরে ২০১৮ সালে বরিশালে সাংবাদিকতা পেশায় নিজেকে নিযুক্ত করেন। সাংবাদিকতায় তিনি ইতিমধ্যে নিজ কর্মদক্ষতায় সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, সবার দোয়া ও ভালোবাসার মাধ্যমে নিজেকে প্রতিষ্টিত করতে চান। জন্মদিনে সাংবাদিক লিটন বাইজিদকে তার শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব ও সহকর্মীরা শুভেচ্ছা জ্ঞাপন করেন।