এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় ঢাকা নির্বাচন প্রচ্ছদ প্রশাসন রাজণীতি

আর সংসদ নির্বাচন না করার ঘোষণা শামীম ওসমানের

আগামীতে আর সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ একেএম শামীম ওসমান।

মঙ্গলবার দুপুরে জেলা আদালতের পিপি ওয়াজেদ আলী খোকনের কক্ষে বার নির্বাচনকে সামনে রেখে আয়োজিত সভায় আইনজীবীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সদ্য সমাপ্ত একাদশ সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সাংসদ হয়েছেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘আমি আগামীবার ইলেকশন করব না। এটা ডিক্লেয়ার দিয়ে দিলাম। আগামীতে ইলেকশন করার কোনো টার্গেট নেই।

তিনি বলেন, নারায়ণগঞ্জে সেনাবাহিনীর প্রায় ২৭ একর জায়গা আছে। আমি চেষ্টা করছি এই জায়গায় বিশ্বমানের স্কুল ও কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় করতে। এ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা হয়েছে। তারাও অমত দেননি। আমি চেষ্টা করছি, ইনশাআল্লাহ পারব।

আইনজীবী সমিতির নির্বাচন প্রসঙ্গে শামীম ওসমান বলেন, এবারের বারের নির্বাচন কেবল বারভিত্তিক নয়। বারের সমস্যার সমাধান হবে এবং সমাধান শুরুও হয়েছে। এখন সব আইনজীবীকে ভেদাভেদ ভুলে গিয়ে একত্রে কাজ করতে হবে। আমাদের নারায়ণগঞ্জের ইমেজ পুনরুদ্ধার চাই।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন, সিনিয়র আইনজীবী শামসুল ইসলাম ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ্‌ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক প্রার্থী মোহসিন মিয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official