28 C
Dhaka
এপ্রিল ১৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

এই বইয়ের কারণে ট্রাম্পের পতন হবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর একটি বই লিখেছেন সাংবাদিক মাইকেল ওলফ। তিনি দাবি করেছেন, এ বইয়ের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পতন হবে।

ইতোমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা সে বইয়ের কারণে ব্যাপক আলোড়ন পড়ে গেছে। ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ নামে সে বইয়ে দাবি করা হয়েছে যে, ২০১৬ সালের নির্বাচনে জয়ের বিষয়টি বিশ্বাস করতে পারেননি ট্রাম্প।

এমনকি প্রেসিডেন্ট হওয়ার জন্য নয়, বিশ্বখ্যাতি অর্জনের জন্য নির্বাচনে লড়েছিলেন তিনি। কয়েকদিন ধরে বইটি নিয়ে আলোচনার পর শনিবার মুখ খুললেন ওলফ।

রেডিওতে বিবিসি টুডে প্রোগ্রামে ওলফ বলেন, আমি মনে করি এই বইয়ের মজাদার প্রভাব হল, এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের পতন ঘটবে।

তবে এ বইয়ের প্রতিবাদ করেছেন ট্রাম্প নিজে। এছাড়া তার দীর্ঘদিনের কয়েকজন বন্ধু ও সহকর্মী তার পক্ষে বক্তব্য দিয়েছেন। তবে অনেকে এ বইয়ের জের ধরে ট্রাম্পের সমালোচনাও শুরু করেছেন।

বইটি প্রকাশের পর শুক্রবার রাতভর টুইটারে মাইকেল ওলফ ও সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে আক্রমণ করেন ট্রাম্প। বইটি মিথ্যায় ভরা বলেও দাবি করেছেন তিনি।

তবে বইটি প্রকাশের পর যেসব তথ্য সামনে এসেছে, তাতে ট্রাম্পের পদত্যাগ করা উচিত বলে মনে করেন ওলফ।

ট্রাম্পের প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয় ট্রাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- ‘রাজার কোনো পোশাক নেই’ প্রভাব।

তবে তিনি আশা করেন, হঠাৎ করে মানুষ দেখতে বা বুঝতে পারবে যে, ‘হায় ঈশ্বর- তার কোনো পোশাক নেই।’

আর এতেই ট্রাম্পের পতন হবে বলে আশা করেন ওলফ।
সূত্র : দ্য সান

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official