একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটু বেশি ভোট পড়েছে বলে মন্তব্য করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
আজ মঙ্গলবার (১ জানুয়ারি) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অন্য নির্বাচনের চেয়ে এই নির্বাচনে একটু ভোট বেশি পড়েছে,‘উন্নত বিশ্বে ৪০ শতাংশ ভোট কাস্ট হলেই তারা সন্তুষ্ট হয়। আমাদের দেশে ৭০ শতাংশ ভোট কাস্ট হলেই কেবল আমরা সন্তুষ্ট হই। সেই অনুপাতে এবার আমাদের দেশে একটু বেশি ভোট পরেছে, সেটা প্রায় ৮০ শতাংশ।
তিনি আরও বলেন,‘আমরা ধরেছিলাম ২০৩০ সাল নাগাদ দেশকে দারিদ্র্যমুক্ত করা যাবে। কিন্তু এখন দেখছি ২০৩০ সাল লাগবে না। আগামী ৫ বছরেই দেশ দারিদ্র্যমুক্ত হবে।
তিনি আরও বলেন,‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। এই বিষয়টি দেশের মানুষ এবার বুঝেছে। অনেক উন্নয়ন করার পরেও ২০০১ সালে আমরা জয়ী হতে পারিনি। সে সময়ে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেয়নি। এবার দিয়েছে। দেশের মানুষ বুঝেছে শেখ হাসিনা মানেই উন্নয়ন। শেখ হাসিনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।