বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের প্রভাবশালী সদস্য, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের পিতা জনাব ফখরুল দেওয়ান অসুস্থ জনিত কারণে ঢাকার একটি বেসরকারি হসপিটালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। তার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বরিশালের হাতেম আলী কলেজে জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা জুবায়ের হাসান, যুবলীগ নেতা সৈয়দ নির্জন, ইবরাহিম ইবু, জাহিদুল ইসলাম সজীব ও
মহানগর ছাত্রলীগ নেতা জায়েদ হাসান সানি ,নাহিদ হোসেন সিফাত, তানজির বিপু, ইয়ামিন হোসেন,রাইয়ান, শুভ, হাতেম আলী কলেজ ছাত্রলীগ নেতা মাসুদ রানা, সহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।