28 C
Dhaka
এপ্রিল ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ ঢাকা

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় বিএনপির গণমিছিল

ডেস্ক রিপোর্ট :

খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলার প্রতিবাদে রাজধানীতে গণমিছিল করছে বিএনপি। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে ঢাকায় বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মিছিলের নেতৃত্ব দেন। মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘আমরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে এ কর্মসূচি দিয়েছি। সেই সাথে দেশনেত্রী খালেদা জিয়ার নিশর্ত মুক্তি দাবি করছি। এখন বক্তৃতা দেওয়ার সময় নয়। এখন কাজের সময়। আমরা সবাই একসাথে আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করব।’

দুপুরের পর থেকেই মিছিলের জন্য নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মী-সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে। এসময় শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা।

গণমিছিলটি পল্টন থেকে শুরু হয়ে মালিবাগ মোড় ঘুরে এসে আবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিলে ঢাকার বাহির থেকেও বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

এর আগে গতকাল নতুন বছরের প্রথম দিন বিএনপিসহ সমমনা জোটগুলো রাজধানীতে গণমিছিলের ডাক দেয়। তাদের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠান।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official