25 C
Dhaka
ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

জমি দখলের চেষ্টা মামলার বাদীকে হয়রানির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি //
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ার জিরোপয়েন্ট এলাকায় ব্যবসায়ী মো. মাসুদ সিকদার নামে এক যুবকের জমি প্রভাবশালীরা দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করার পরে উল্টো বিবাদী পক্ষ মিথ্যা মামালা করে তাকে হয়রানি করছে।সুবিচার পেতে মাসুদ সিকদার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে লিখিতভাবে অভিযোগ করেছেন।

দপদপিয়া এলাকার বেলায়েত সিকদারের ছেলে মো. মাসুদ সিকদার জানান, কাঞ্চন বিবির ওয়ারিশদের কাছ থেকে তিনি তিমিরিকাঠি মৌজার ৩২ শতাংশ জমি কেনেন। ১৬ শতাংশ জমি তিনি বিক্রি করেন। ২১৩০ দাগের অপর ১৬ শতাংশ জমি নিয়ে তঁার সঙ্গে প্রতিবেশী এম এম মান্নান ও তঁার
লোকজনের বিরোধ দেখা দেয়। এ ঘটনায় তিনি ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় তঁার জমিতে জোর করে একাধিকবার স্থাপনা নির্মাণের চেষ্টা করে। পুলিশ এসে স্থাপনা নির্মাণ বন্ধ করে দেয়। স্থাপনা নির্মাণের সরঞ্জামাদিও জব্দ করে একজনের জিম্মায় রাখা হয়। এর পরেও থেমে নেই প্রভাবশালী ওই মহলটির ষড়যন্ত্র। তারা আবারো ওই জমিতে রাতের আধারে স্থাপনা নির্মাণের চেষ্টা করলে মাসুদ সিকদার দুইটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় এম এ মান্নান, মিজান হাওলাদার, সুমন খন্দকার, জাফর রাড়ি, সেলিম সিকদার ও ছালাম হাওলাদারকে। এছাড়াও অজ্ঞাত পঁাচ-সাতজনকেও আসামি করা হয়। বর্তমানে আদালতের নির্দেশে ওই জমিতে সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে এম এম মান্নানের লোকজন ক্ষিপ্ত হয়ে মাসুদ সিকদারকে
হয়রানির জন্য তঁাকেসহ ২৬ জনের নামে মামলা দায়ের করেন।

মাসুদ সিকদার অভিযোগ করেন, বিবাদীরা জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে মালিকানা দাবি করছেন। এ ঘটনায় নলছিটি ভূমি
অফিসের কানুনগো জাহাঙ্গীর হোসেন তাদের সহযোগিতা করেন। প্রকৃত জমির মালিক আমি। আমার জমিতে জোর করে বিবাদীরা স্থাপনা
নির্মাণের চেষ্টা করে যাচ্ছে। আমি এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে সুবিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে মো. মিজান হাওলাদার বলেন, জমিটি আমি কিনেছি। বর্তমানে আদালতের নিষেধাজ্ঞা থাকায় স্থাপনা নির্মাণের কাজ
করা হচ্ছে না।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বিরোধীয় জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও কয়েকটি মামলা আছে। আমরা উভয় পক্ষতে আদালতের নির্দেশ মেনে চলার জন্য বলেছি। কেউ
নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে দু’পক্ষের বাকবিতন্ডা, হাতাহাতি

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম

banglarmukh official

বরিশালে শব্দ দূষণ বন্ধে বরিশালে র‍্যালী ও লিফলেট বিতরণ

banglarmukh official

বরিশালে ইলিশে নিষেধাজ্ঞার ১৮ দিনে ৫৫৬ জেলের কারাদণ্ড

banglarmukh official