28 C
Dhaka
এপ্রিল ১৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ শিক্ষাঙ্গন

জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট চলছে

চাকরি জাতীয়করণের দাবিতে আজ থেকে সারা দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘট চলছে। শিক্ষক-কর্মচারীদের ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত জোট বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম। জাতীয় প্রেস ক্লাবের সামনে এর আহ্বায়ক আবদুল খালেক মিয়া গতকাল এ ঘোষণা দেন।

এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল ‘আমরণ অনশন’-এর ১৪তম দিন কাটিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। এর আগে তারা চার দিন অবস্থান কর্মসূচি পালন করেন। তাতে সাড়া না পেয়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। এবার সারা দেশে ধর্মঘটের ডাক দিলেন তারা।

শিক্ষকরা দাবি করেন, টানা আন্দোলনে এ পর্যন্ত ১৪২ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অনেকে আশপাশের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও আন্দোলনে যোগ দিয়েছেন। অনেকে আবার শরীরে স্যালাইন লাগিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ ছাড়াও অসুস্থ হয়ে পড়ায় দুজন শিক্ষক ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন।

সংগঠনের মহাসচিব কামাল হোসেন বলেন, শর্ত অনুযায়ী ২০০৯ সাল থেকে সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া বিদ্যালয়কে জাতীয়করণের কথা থাকলেও তা হয়নি। তালিকাভুক্ত থাকার পরও নানা কৌশলে বাতিল করা হয়েছে। আমরা তা মেনে নেব না। জাতীয়করণ আদায়ে আমরা রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাস্তায় পড়ে থাকবেন।

উল্লেখ্য, জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তার পাশে গত ১০ জানুয়ারি থেকে তারা বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ব্যানারে অবস্থান কর্মসূচি ও ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশন পালন করে যাচ্ছেন।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official