ঝালকাঠিতে অভিযান চালিয়ে দুইটি সার-বীজ বিপণন এর দোকান, তিনটি ফাস্টফুড এবং ৫ জন মোটরসাইকেল চালকদেরকে ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। ফাস্ট ফুডের দোকানে মেয়াদ উর্ত্তীন্ন খাবার পাওয়া এবং কৃষি বিপণনের দোকানে ভেজাল পণ্য পাওয়ায় এ জরিমানা করা হয়।
এছাড়াও ড্রাইভিং লাইেসেন্স না থাকা, হেলমেট না পরার মোটর সাইকেল চালকদেরকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝালকাঠির রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মহিন উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে জানয়েছেন ঝালকাঠির রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মহিন উদ্দিন।