ঢাকা অ্যাটাক খ্যাত অভিনেতা তাসকিন ঢাকায় এসেছেন। বুধবার বিকেলে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পৌঁছান তিনি। তাসকিন রহমান।
আগামী ৬ জানুয়ারি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত বহুল আলোচিত ছবি ‘যদি একদিন’- ছবির শুটিং-এ অংশ নিতে সুদূর অস্ট্রেলিয়া থেকে উড়ে এলেন এই অভিনেতা।
ছবিতে তাসকিনের চরিত্রের নাম জেমি। জেমি চরিত্রটা তাসকিনকে চিন্তা করেই তৈরি করা। ছেলেটা রোমিও। মেয়েদের মাত করাই যার কাজ। তাসকিনকে এই ছবিতে রোমিও চরিত্রে দেখা যাবে।
‘যদি একদিন’ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি। তার পরিচালিত ‘প্রজাপতি’তে জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম, ‘ছায়া-ছবি’তে আরিফিন শুভ ও পূর্ণিমা (মুক্তি প্রতীক্ষিত); ‘তারকাঁটা’য় মৌসুমী, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এবং সর্বশেষ ‘সম্রাট’-এ অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও ইন্দ্রনীল সেনগুপ্ত।
এই ছবির মাধ্যমে চলচ্চিত্র অভিনেতা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান। এছাড়াও রুপকথা নামে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবে শিশুশিল্পী রাইসা।