এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
লেখার কিছু

দার্শনিক আরজ আলী মাতুব্বর’র বাড়িতে আড্ডা ধানসিড়ি’র বাৎসরিক ভ্রমণ ভোজন অনুষ্ঠিত

হুজাইফা রহমান:

আড্ডা ধানসিড়ি’র বাৎসরিক ভ্রমণ ভোজন ও দার্শনিক আরজ আলী মাতুব্বর এর স্মৃতি বিজরিত আরজ দুয়ারে দিনব্যপি কর্মশালায় আরজ আলী মাতুব্বরের ওপর স্মৃতিচারণ, জীবনী পাঠ, তার কর্মময় জীবন নিয়ে আড্ডা ধানসিড়ির আড্ডারুগণ ও আড্ডা ধানসিড়ির সুভাকাঙ্ক্ষীরা বিষদ আলোচনা করেন ।

আলোচনা সভার সভাপতিত্ত্ব করেেন বিশ্বসাহিত্য কেন্দ্র বরিশালের সমন্বয়কারী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রাড ড. বাহাউদ্দিন গোলাপ । অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি ছোটন্দ্রনাথ চক্রবর্তী । অনুষ্ঠানের শুরুতে আড্ডা ধানসিড়ির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আড্ডারু কবি শফিক আমিন । আরজ আলী মাতুব্বরের ওপর পর্যায়ক্রমে আলোচনা করেন, আড্ডারু সামসুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ, নাজমুল সামস, রবীন্দ্র রবীন, এস. কে. লুনা, আতিকুর রহমান হিমু, শফিক আমিন, অসীম কুমার বাড়ৈ, মোঃ রেজা, মোঃ আরিফ রহমান, মাহমুদ অর্ক্য, মোঃ মাসুদ মাহমুদ, মিনতী দাস, কাজী সাইফুল ইসলাম, আরজ আলী মাতুব্বরের মেয়ে বিয়াম্মা বেগম মুকুল এবং আরজ আলী মাতুব্বরের নাতি ও আরজ লাইব্রেরীর সাধারণ সম্পাদক শামীম মাতুব্বর।

শেষ পর্বে আরজ আলী মাতুব্বরকে নিবেদিত কবিতা পাঠ করেন, কবি ইয়াসিন হীরা, কবি ও ছড়াকার জয়নাল আবেদীন, হুজাইফা রহমান, কবি আবদুর রহমান, কবি অনিতা পাণ্ডে প্রমুখ। অনুষ্ঠানের শেষে আরজ লাইব্রেরীর সভাপতি জনাব শাহ আজিজুর রহমান খোকন আগত সকলকে ধন্যবাদ বক্তব্যে ভবিষ্যতে এমন আরও অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষের ভেতর আরজ আলী মাতুব্বরকে তুলে ধরার অনুরোধ জানান । পরিশেষে আরজ লাইব্রেরীতে বই প্রদানের করা হয় এবং সভাপতি সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে এমন অনুষ্ঠানের আয়োজন করার প্রতিশ্রুতিতে সভা সমাপ্ত ঘোষণা করেন ।

সম্পর্কিত পোস্ট

বরিশালে ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন করেন, বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ

banglarmukh official

একুশে গ্রন্থমেলায় এবার বই বিক্রি বেড়েছে

banglarmukh official

অমর একুশে বইমেলার সময় বাড়ল দুই দিন

banglarmukh official

মুক্তিযুদ্ধের লেখক রবার্ট পেইন

banglarmukh official

জাপানী ভাষায় প্রকাশিত হল গ্রাফিক নভেল ‘মুজিব’

banglarmukh official

ডিজিটাল বাংলাদেশ হোক গুজব মুক্ত।

banglarmukh official