এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

দিল্লির সঙ্গে এক হাজার ফ্লাইট বাতিলের শঙ্কা

ভারতের প্রজাতন্ত্র দিবসের মহড়া উপলক্ষে চলতি বছরের ১৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত দিল্লির আকাশে সব ধরনের বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকবে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিদিন প্রায় এক শ করে মোট এক হাজার ফ্লাইট বাতিল হতে পারে।

জানা গেছে, সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত সেখানে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ থাকবে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওই সময় দিল্লির আকাশে মহড়া চালাবে দেশটির বিমানবাহিনী।

দিল্লি বিমানবন্দরে গড়ে ৬৭টি বিমান ওঠানামা করে প্রতি ঘণ্টায়। সেই হিসেবে এক ঘণ্টা ৪৫ মিনিটে এক শ ফ্লাইট বাতিলের আশঙ্কা রয়েছে। সেগুলোর মধ্যে ৪০টি ফ্লাইট আন্তর্জাতিক।

আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল না করে নির্ধারিত সময়ের আগে বা পরে ওঠানামার ব্যবস্থা করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

গত বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন ১৩৫০টি ফ্লাইট ওঠানামা করেছে দিল্লি বিমানবন্দরে। ফলে ফ্লাইট বাতিল বা পরিবর্তনের ফলে প্রায় ১৫ হাজার যাত্রী ভোগান্তিতে পড়বে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official