দুই দিনে ৪ লাখ পেরিয়েছে আসিফ আকবরের নতুন গানের ভিডিও ‘ফুঁ’। গত ২৫ জানুয়ারী রাতে গানের ভিডিওটি মুক্ত হয় ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) এর অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে। গানটি প্রকাশের পর থেকেই এটি ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। আসিফ ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছেন ভিডিওটিতে।
জনপ্রিয় গীতিকবি মারজুক রাসেলের লেখ ও সুরে এর সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ। গানটির ভিডিওতে অনেকটাই ক্রেজি লুকে দেখা গেছে আসিফ আকবরকে। আর গানটিতে তার সাথে মডেল হিসেবে রয়েছেন সময়ের অন্যতম আলোচিত মডেল সিনি স্নিগ্ধা। গানের কথার সাথে মিল রেখে গানটির ভিডিও নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক সৈকত নাসির।
গানটি প্রসঙ্গে আসিফ বললেন, অনেক দিন পর মারজুক রাসেলের সাথে কাজ করলাম। ‘ফুঁ’ গানের শিরোনামের মধ্যেই একটি চমক আছে। আর ভিডিওতেও সেই চমকের ধারা অব্যাহত রাখা হয়েছে।