প্রথমবারের মতো মাঠে প্রবেশাধিকারের অনুমতি পেলেন সৌদি নারীরা। শুক্রবার পুরুষদের মতো মহিলারাও স্টেডিয়ামে বসে ম্যাচ দেখলেন। প্রিয় দলের হয়ে চিৎকার করলেন। এতদিন শুধু টিভির পর্দায় ফুটবল ম্যাচ দেখতে অভ্যস্ত ছিলেন তারা।
এদিন জেদ্দার কিং আবদুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে দুই স্থানীয় ক্লাবের মধ্যে ম্যাচ ছিল। সেখানে অবশ্য মহিলাদের জন্য পৃথক বসার জায়গা করা হয়েছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ছবি ঘোরাফেরা করেছে তাতে দেখা গেছে, মহিলারা বোরখার উপর কমলা রংয়ের জার্সি পড়ে টিমকে সমর্থন জানাতে এসেছেন। কেউ কেউ অন্য দলের হয়েও গলা ফাটিয়েছেন। সব মিলিয়ে এই দিনটি একরকম স্মরণীয় হয়ে থাকল।
শনিবার রিয়াদের এক স্টেডিয়ামে ম্যাচ দেখার অনুমতি পেয়েছেন মহিলারা। ধীরে ধীরে স্টেডিয়ামগুলোর দরজা মহিলাদের জন্য খুলে দেওয়া হচ্ছে।