স্টাফ রিপোর্টার/শামীম ইসলাম:
একাদশ জাতীয় নির্বাচনের আগে পুলিশের দায়ের করা নাশকতার মামলায় কারাগারে গেলেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির ৩৯ নেতাকর্মী।
আজ বুধবার তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করার আদেশ দেন।
কারাগারে যাওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সভাপতি জিয়াউদ্দিন সুজন, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোল্লা, উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের সভাপতি সৈয়দ রিয়াজ উদ্দিন শাহিন লিটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খান প্রমুখ।
আসামীপক্ষের আইনজীবী নুুরুল হক রাজু জানান, গত ১১ নভেম্বর বিরোধীদল বিএনপি নেতাকর্মীদের বিরুদ্বে বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করেছেন মেহেন্দিগঞ্জের চাঁনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আলতাফ হোসেন। মামলা দায়েরের ১৫ দিন আগে একটি কাল্পনিক ঘটনার উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়।
মামলায় উল্লেখ্য করা হয়,২৭ সেপ্টেম্বর গভীর রাতে চাঁনপুর ইউনিয়নের কাশীপুর এলাকায় সড়কের ১ হাজার ইট উপরে ফেলে এবং নবনির্মিত পানি সরবরাহের পাইপ কেটে ফেলে।