এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশাল ব্লাড ডোনারস ক্লাবের ৭ম বর্ষপূর্তি শোভাযাত্রা ও রক্ত ক্রয় বিক্রয় বন্ধের দাবিতে মানববন্ধন

তানজীল শুভ:

‘যা কিছু ভালো বিবিডিসি’ এ শ্লোগানে ২০১২ ইং সনের ৩১ জানুয়ারি বরিশালে প্রতিষ্ঠালাভ করে ‘বরিশাল ব্লাড ডোনারস ক্লাব’। বিনামূল্যে এবং সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এক ঝাঁক তরুনের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে অধ্যাবদি প্রায় ২৫,০০০ ( পঁচিশ হাজার) ব্যাগ রক্তদান করেছেন বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঢাকা ও কলাপাড়ার বিভিন্ন হসপিটাল ও ক্লিনিকে চিকিৎসাধীন মানুষদের।

৭ বছরের এ যাত্রায় ‘বরিশাল ব্লাড ডোনারস ক্লাব’ গড়েছে প্রায় পঁচিশ হাজার স্বেচ্ছা রক্তদাতার সুসংগঠিত ডোনার পুল। যাদের মধ্যে অর্ধেকই নিয়মিত রক্তদাতা এবং অঙ্গীকার করেছেন আজীবন রক্তদানে। আজ বুধবার বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে । সকাল ১০:০০ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মহাত্বা অশ্বিনী কুমার টাউন হলে শেষ হয়। শোভাযাত্রায় বিবিডিসির সদস্য, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সংগঠনের শুভাকাঙ্খীসহ গনমাধ্যমকর্মীরা অংশ নেয়।

শোভাযাত্রা শেষে মহাত্বা অশ্বিনী কুমার টাউন হলের সামনে কেক কেটে বরিশাল ব্লাড ডোনারস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরবর্তীতে রক্ত ক্রয় বিক্রয় বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবিতে মানববন্ধন করেছে বরিশালের স্বেচ্ছাসেবী। রক্তদানের পাশাপাশি, বিনামূল্যে ব্লাড গ্রুপ ক্যাম্পেইন, বন্যাদুর্গতের জন্য সাহায্য উত্তোলন, শীতার্থদের শীতবস্ত্র ও কম্বল বিতরন, ঈদে অসহায়দের নতুন জামা প্রদান, দুস্থ ও অসহায়দের জন্য নগদ টাকা বিতরনসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ও মানবিক কাজ করে অত্র সংগঠন বরিশাল বিভাগ ব্যাপী ব্যাপক পরিচিতি লাভসহ বরিশালে চিকিৎসা সেবা নিতে আসা মুমূর্ষু রোগীদের ভরসার প্রতীক হিসেবে নিজেদের দাড় করিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের সভাপতি আওলাদ খান প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্নয় ও নতুন রক্ত দাতা সৃষ্টিতে বিভিন্ন ব্যক্তিকে উদ্বুদ্ধ করণের জন্য ‘বরিশাল ব্লাড ডোনারস ক্লাব’ কাজ করে যাচ্ছে। একজন সুস্থ মানুষকে প্রতি তিন মাস অন্তর রক্ত দানে উৎসাহ প্রদানের জন্য সংগঠনের পক্ষ থেকে সচেতনা সৃষ্টি করা হয়ে থাকে। প্রয়োজনের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আমাদের রক্তদাতারা স্বশরীরে উপস্থিত হয়ে রক্ত সরবরাহ করেন। এই রক্তের সূত্রে মানুষে-মানুষে আত্মিক বন্ধন গড়ে তোলাতেই ‘বরিশাল ব্লাড ডোনারস ক্লাব’ এর সার্থকতা।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official