মিশরের মরুভূমিতে মিলেছে কিছু চকচকে পাথরের টুকরা৷ তাতেই চমকে গেলেন বিজ্ঞানীরা৷ এ যেন ঠিক পাথর নয়, অন্য কিছু। আর সেই পাথরের টুকরার সন্ধান জানতে চলছে গবেষণা৷
পাথরের নাম হিপটিয়া৷ ১৯৯৬ সালে প্রথমবার এমন উজ্জ্বল পাথর মিলেছিল মিশরেই৷ বিশ্বের প্রথম মহিলা গণিতজ্ঞ ও মহাকাশ বিজ্ঞানী ছিলেন হিপটিয়া৷ তার নামেই পাথরের নামকরণ করা হয়েছিল৷ কিন্তু রহস্যজনক এই বস্তুগুলি সম্পর্কে আজও কৌতূহল কমেনি৷
সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পাথরের ভিতরে আছে তরল পদার্থ৷ এ ধরণের বস্তু আগে কখনো মেলেনি৷ সম্ভবত অন্য কোনও গ্রহ থেকে ছিটকে এসেছে এসব৷ ২ কোটি ৮০ লক্ষ বছর আগে কোনও এক উল্কা ঝরে পড়েছিল বিশ্বের বুকে৷ সেই উল্কার অংশ এই উজ্জ্বল পাথর৷
আরও কিছু বিজ্ঞানীর ধারণা, যখন সৌর মণ্ডল তৈরি হয়নি সেই সময়কার এই পাথর৷ তাই এর ভিতরে তরলের আভাস মিলেছে৷ রাসায়নিক পরীক্ষায় উঠে এসেছে, এই তরলে মিশে আছে কসমিক গুঁড়ো৷ এই পদার্থ থেকেই সৌরমণ্ডল তৈরি হয়েছিল৷
তবে বিষয়টি নিয়ে চর্চা চলছে৷ কারণ রহস্যে মোড়া পাথরের ভিতর লুকিয়ে আছে অনেক কিছু৷ হতেও পারে এসব ভিনগ্রহের প্রাণীদের সংকেত৷