নিজস্ব প্রতিবেদকঃঃ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে বিতর্কিত নেতাদের দ্বারা। বঞ্চিত করা হয়েছে সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদী, সহ-সভাপতি অ্যাড আব্দুল মালেক, অ্যাড জাহিদুল ইসলাম পান্না ১নং যুগ্মসাধারণ সম্পাদক রবিউল আউয়াল শাহীনসহ একাধিক ত্যাগী নেতাদের।গুরুত্ব দেয়া হয়নি বরিশাল জেলা বিএনপি উত্তর ও দক্ষিণের আহবায়ক ও সদস্য সচিবদের মতামতের।ঘোষিত তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আহবায়ক করা হয়েছে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনিকে , সিনিয়র যুগ্ন আহবায়ক করা হয়েছে বিলুপ্ত কমিটির ৩ নং যুগ্ম সম্পাদক নিজামুর রহমান নিজামকে এবং সদস্য সচিব করা হয়েছে বর্তমান বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসানকে। কমিটি ঘোষণার পর থেকে বরিশাল বিএনপিতে চলছে আলোচনা সমালোচনা।বিশেষ করে বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদীর নাম না থাকায় হতাশ তৃণমূল নেতাকর্মীরা। জানা গেছে রফিকুল ইসলাম জনি সাধারণ সম্পাদক থাকা অবস্থায় তার বিরুদ্ধে পদ বাণিজ্য ও বিকাশে আর্থিক লেনদেনর অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নির্দেশে এক বছরের অধিক সময় বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। সেই রফিকুল ইসলাম জনি কে নবগঠিত কমিটিতে আহবায়ক করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্পাদকের সাধারণ সম্পাদক রাজিব আহসান’এর ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত বর্তমান ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসানকে করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। রাজিব আহসান কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি থাকাকালীন সময়ে এই কামরুল আহসান কে বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ দেয়া হয়েছিল। তখনকার সময়ে বিপাকে পড়তে হয়েছিল রাজিব আহসান কে তার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল বরিশাল জেলা ছাত্রদল বরিশালে বিদ্রোহ ও জ্বালাও-পোড়াও বিক্ষোভ চলছিল ২ মাসের অধিক সময়। পরবর্তীতে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিদ্রোহ ও বিক্ষোভ বন্ধ হলেও নানা অনিয়ম এবং পদ বাণিজ্যের বিতর্কিত এই কামরুলকে এখন করা হয়েছে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। বর্তমান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ ঘনিষ্ঠজন নিজামুর রহমান নিজামকে করা হয়েছে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক।অভিযোগ রয়েছে বরিশাল সিটি কর্পোরেশনে নিজামুর রহমান নিজামের এখনো চলছে কোটি টাকার ঠিকাদারি কাজ।।পদ বাণিজ্যের অভিযোগে অভিযুক্ত বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক কে আহবায়ক এবং এক নেতার এক পদ এই নীতি কে উপেক্ষা করে বর্তমান ছাত্রদলের বিতর্কিত সাধারণ সম্পাদক কে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব করা, পরীক্ষিত এবং ত্যাগীদের বাদ দিয়ে বিতর্কিতদের দারা কমিটি গঠন করায় ক্ষোভ প্রকাশ করছেন তৃণমূলের একাধিক নেতৃবৃন্দ।।