গত বছর জুড়েই যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়ে আসছে উত্তর কোরিয়া। এ বছরও শুরু হয়েছে হুমকির মধ্য দিয়ে। এরইমধ্যে হাওয়াই রাজ্যে মার্কিন নাগরিকদের মোবাইলে ক্ষুদেবার্তায় জানিয়ে দেয়া হলো, ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। তাই সবাই যেন নিরাপদ আশ্রয়ে চলে যায়।
এ খবর আমেরিকার হাওয়াই রাজ্যের টেলিভিশন ও রেডিওতেও সম্প্রচার করা হয়। অবশ্য পরে জানানো হয়েছে, এক কর্মী ভুল করে বোতামে চাপ দেয়ায় এ বার্তা সবার কাছে চলে গেছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
রবিবার হাওয়াইয়ের ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির পাঠানো ওই বার্তা নিয়ে তদন্তও শুরু হয়েছে। এ ঘটনায় ক্ষমা চেয়েছেন হাওয়াইরের গভর্নর ডেভিড ইজ। সূত্র : নিউ ইয়র্ক টাইমস