অনলাইন ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত আওয়ামীলীগের ত্যাগি নেতা বরিশালের কৃতি সন্তান এড. জাহাঙ্গীর কবির নানক টেকনোক্রাট কোঠায় মন্ত্রী হচ্ছেন।
দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক নতুন মন্ত্রী সভায় মন্ত্রীত্ব পাচ্ছেন বলে ধারণা করছেন সাধারণ নেতাকর্মীরা।
তাছাড়া প্রধানমন্ত্রী মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগ নেতাদের পুরস্কৃত করবেন বলে ঘোষণা দিয়েছেন। জাহাঙ্গীর কবির নানক পাশ্চত্যের অক্সফোর্ড বরিশাল সরকারি ব্রজমোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ছিলেন।
বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন জাহাঙ্গীর কবির নানক।
আওয়ামীলীগের একনিষ্ঠ এই নেতা দলের সংকটময় সময় রাজপথের লড়াকু সৈনিক হিসেবে সগ্রাম চালিয়েছেন। তিনি বিএনপি-জামায়াতের সাশনামলে বহু হামলা-মালার শিকার হয়েছেন।