একাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর শপথগ্রহণ করতে রাজধানী ঢাকায় গেছেন বরিশাল সদর-৫ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামিম। বুধবার (০২ জানুয়ারি) বেলা ৩টার দিকে বরিশাল বিমানবন্দর থেকে একটি ফ্ল্যাইটে রওনা দিয়ে রাজধানীতে যান।
বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক এর আগে সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত নিজ বাসায় ১৪ দলের নেতাকর্মী, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেন।
এই নেতার এক কর্মী জানিয়েছেন শপথগ্রহণের জন্য তাকে দ্রুত রাজধানীতে যেতে বলে হাইকমান্ড। মুলত সেখান থেকে খবর আসার পরপরই তিনি বরিশালের ১৪ দলের নেতাকর্মীদের সাক্ষাত দেন।পরবর্তীতে বিকেলে বিমানেযোগে রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছেন।