সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের সম্পর্ক আরো জোরদার করতে ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ায় এবং সাংবাদিকদের সুন্দর সংবাদ প্রকাশ করায় বরিশালের জেলা প্রশাসক এস. এম অজিয়র রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সোমবার সকাল ১১টা ৩০মিনিটে জেলা প্রশাসকের সভাপক্ষে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের এক মতবিনিময়সভায় জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।
সভায় তিনি বলেন, সাংবাদিকরা সংবাদ করবেই । তবে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা বিরত থাকতে অনুরোধ জানান। সাংবাদিকরা তথ্যের প্রয়োজনে জেলা প্রশাসনের সাথে যোগযোগ করবে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। তথ্যবিহীন সংবাদ সমাজে ও দেশের জন্য কোনক্রমেই মঙ্গলজনক হতে পারে না।
তিনি বলেন, বরিশালে থাকাবস্থায় কোন সাংবাদিক নিগৃহিত হবে এটা আমার কাম্য নয়। যে কোন তথ্য দিতে আমি সব সময়ে প্রস্তুত রয়েছি।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ, কারাগারের প্রবেশ দ্বারে বরিশালের সিনিয়র সাংবাদিক শামীম আহমেদকে লাঞ্ছিত করার ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলে জেলা প্রশাসক অজিয়র রহমান বলেন, গম বৈধ কিংবা অবৈধ ছিল কিনা এটার অবশ্যই তদন্ত হবে। সাংবাদিকদের সাথে যে খারাপ আচরণ করা হয়েছে এর সুষ্ঠু বিচার হবেই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন,মুরাদ আহমেদ, সাংবাদিক ইউনিয়নের বরিশালের সভাপতি গোপাল সরকার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জী, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ফেরদাউস সোহাগ, নিউজ-২৪ এর বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, আজকের বার্তার বার্তা প্রধান কাজল ঘোষ, ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন, ডেইলী স্টারের বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষ, সৈয়দ দুলাল, শাহীনা আজমীন প্রমুখ।