ভারতের কাজকোটে স্কুল চত্বরে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তিন শিক্ষার্থীর। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন।
শুক্রবার গভীর রাতে প্রাণসলা গ্রামের রাষ্ট্র কথা শিবিরে এই আগুন লাগে। নিহতরা সকলেই মেয়ে।
সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, স্কুল চত্বরে অনুষ্ঠানের জন্য তাবু লাগানো হয়েছিল। রাতের অন্ধকারে সেই তাবুতে আগুন লাগে। ঘুমের ঘোরে তিনজন ওই আগুনে পুড়ে মারা গেছে। আহত হয়েছেন অন্তত ১৫ কিশোরী।
কি থেকে আগুন লেগেছে তা পরিস্কার নয়। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।