বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দ্বিতীয় দফা দায়িত্ব পেতে যাচ্ছেন বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। গত ৭ জানুয়ারি বরিশালের গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বীতা করে বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি। বুধবার এমপি হিসেবে শপথ গ্রহণের পরপরই আলোচনায় আসে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবারও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন। সন্ধ্যার পরে জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদে দেখা যায় বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক প্রতিমন্ত্রীর তালিকায় আছেন।
এরআগে তাকে মন্ত্রি পরিষদ সচিব ফোন করেছেন বলে জাহিদ ফারুক নিজেই মুঠোফোনে নিশ্চিত করেন। তাছাড়া তিনি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আলহামদুলিল্লাহ পোস্ট করেছেন।
জাহিদ ফারুক তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জানান, বুধবার সন্ধ্যার পর মন্ত্রি পরিষদ সচিব তাকে ফোন করে বেশ কিছু বিষয় জানতে চেয়েছেন। ২০১৮ সালেও অনুরুপভাবে তাকে ফোন করা হয়েছিল। এবং পরবর্তীতে তাকে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে জাহিদ ফারুককে নিয়োগ করেছিলেন।
গত ৫ বছর নিরালস পরিশ্রম এবং সততার সাথে দায়িত্ব পালন করে তিনি বেশ প্রশংসাও কুড়িয়েছেন। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৯ ডিসেম্বর বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জাহিদ ফারুকের সততার কথা জানিয়ে গেছেন। এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বরিশাল সদর আসনে মনোনয়ন দেওয়ার কারণও ব্যাখ্যা করেছিলেন।
এর আগে গত বছরের নভেম্বর মাসে জাতীয় দৈনিকগুলো আওয়ামী লীগ সরকারের সফল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একটি তালিকা প্রকাশ করে। সেই সংবাদে জাহিদ ফারুককে সফল প্রতিমন্ত্রী হিসেবে অভিহিত করা হয়।
গত ৫ বছর জাহিদ ফারুক পানিসম্পদ প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করলেও এবার তাকে একই স্থানে রাখা হবে কী না তা নিশ্চিত নয়। এমনকি প্রতিমন্ত্রীও এই বিষয়ে আনুষ্ঠানিক কিছু বলতে পারছেন না।
অভিজ্ঞ মহল মনে করছে, জাহিদ ফারুক নদীবেস্টিত জনপদের সংসদ সদস্য হওয়ায় তাকে পানিসম্পদ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পদে বসানো হয়েছিল। দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সফলতার স্বাক্ষর রাখায় এবারও তাঁকে প্রতিমন্ত্রী করার ঘোষণা এসেছে। ধারনা করা হচ্ছে, এবারও তাকে একই মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হতে পারে।
তবে এনিয়ে জাহিদ ফারুক আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে যেখানে দায়িত্ব দেবেন, তিনি সেখানেই বসার জন্য প্রস্তুত আছেন। প্রধানমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি সংসদীয় এলাকার বাসিন্দা ও ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন।
জাহিদ ফারুককে দ্বিতীয় দফা প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তের খবরে বরিশালে তাঁর কর্মী-অনুসারীরা উদ্বেলিত। এক্ষেত্রে অনেকের মন্তব্য হচ্ছে, সৎ কর্মের প্রতিদান পেয়েছেন জাহিদ ফারুক, যার প্রাথমিক ধাপ শুরু হয়েছিল এবার সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির মধ্য দিয়ে।’