নিজস্ব প্রতিনিধি //
বিষে বিষে ২০২০ বিদায়, বরণ ২০২১সাল, ২০২০ সাল যেন সকলের অন্তর থেকে কালিমা বের করে নিয়ে গেল। ২০২১সাল মানব জাতির জন্য হোক কল্যাণময় এমন প্রত্যাশায় কেক কেটে নতুন বছরকে বরণ করে নিয়েছে ঢাকার জনপ্রিয় পার্সেল ডেলিভারি প্রতিষ্ঠান “আমার বাহক ” এর প্রধান কার্যালয়ে দেশের অন্যতম ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক কোম্পানী বাংলালিংক।
অদ্য ৩ জানুয়ারী ‘আমার বাহক”এর প্রধান কার্যালয় রামপুরায় আয়োজিত এই বর্ষবরণ অনুষ্ঠানটি যৌথভাবে পালন করে “আমার বাহক” পার্সেল ডেলিভারি সার্ভিস ও বাংলালিংক কর্পোরেট শাখা।
এতে উপস্থিত ছিলেন “আমার বাহক” এবং বাংলালিক কর্পোরেট শাখার কর্মকর্তাবৃন্দ।
বাংলালিক কর্মকর্তারা জানান,”আমার বাহক” তিন মাসে ঢাকা মেট্রোপলিটন এড়িয়ায় যেভাবে জনপ্রিয়তা লাভ করেছে, খুব শীঘ্রই সারা বাংলাদেশে “আমার বাহক” তাদের কার্যক্রমের মাধ্যমে এ জনপ্রিয়তা লাভ করবে সেই প্রত্যাশা রাখি।