এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

বরিশালে দরিদ্র শিক্ষার্থীদের পাশে র‌্যাব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রসারে বরিশাল র‌্যাব-৮ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।

সোমবার বেলা ১২টার দিকে বরিশাল নগরীর রূপতলীতে র‌্যাব-৮ এর সদর দফতরে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিআইজি আতিকা ইসলাম। এ সময় তিনি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদান ও শিক্ষা উপকরণ তুলে দেন। র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘র‌্যাব সেবা সপ্তাহ’ (১ জানুয়ারি-১১ জানুয়ারি) এর নির্ধারিত কর্মসূচির আওতায় দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে এবং মেধা বিকাশের পথ সুগম করতে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এ অনুষ্ঠানে পাঁচজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়। প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা ও স্কুল ব্যাগ, কলম, পেনসিল, জ্যামিতি বক্সসহ নানা উপকরণ তাদের হাতে তুলে দেয়া হয়। এদিকে রোববার (১০ জানুয়ারি) মুজিববর্ষ উপলক্ষে বরিশাল র‌্যাব-৮ এর পক্ষ থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছিল।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official