ই এম রাহাত ইসলাম,ডিআইইউ প্রতিনিধি:
‘ভালোর সাথে আলোর পথে’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-ডিআইইউ তে ১৫ই জানুয়ারি (শুক্রবার) প্রথম আলো বন্ধুসভা-ডিআইইউ শাখার ২০২১ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে মোঃ আব্দুল বাসেদ, মোঃ তাহজীব উল ইসলাম, মোঃ ফজলুল হক পলাশ, মোঃ সিরাজুল ইসলাম বাপ্পী, তপন চৌধুরী রায় কে উপদেষ্টা পরিষদের সদস্য করে সিএসই ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ সামসুদ্দোহা কে সভাপতি এবং মাইদুল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির বাকী সদস্যগণ হলেন, সহ-সভাপতি ফারহানা বিনতে হাসান ও মোঃ মাহাদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাসান পিয়াস ও চয়নিকা দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আক্তার শুভ ও উপ-সাংগঠনিক সম্পাদক কাজী ফিরোজ আহাম্মেদ পারভেজ, নারী বিষয়ক সম্পাদক অনন্যা আক্তার মিম, পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মোঃ শরিফ আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার হ্যাপি, যোগাযোগ সম্পাদক তোকন বাউল, প্রচার সম্পাদক সাফায়েত হোসেন, মানব সম্পদ বিষয়ক সম্পাদক নয়ন চন্দ্র রায়, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সাহিত্য বিষয়ক সম্পাদক শারমিন মল্লিক, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে প্রান্ত কুমার দাস, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদের, অর্থ সম্পাদক সুজন চন্দ্র দাস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রেবেকা আরজুমান বিথি, পরিবেশ সম্পাদক তৃষ্ণা রাণী রায়, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক ইসরাত জাহান সুমি, বিজ্ঞান বিষয়ক সম্পাদক সুলতান শুভ, এবং দুর্যোগ বিষয়ক সম্পাদক সাইফ উদ্দিন নির্বাচিত হয়েছেন।
প্রথম আলো বন্ধুসভা সম্পর্কে জানতে চাইলে মুহাম্মদ সামসুদ্দোহা বলেন, প্রথম আলো বন্ধুসভা সুশৃঙ্খল, সংঘবদ্ধ ও সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে তারা উদ্বুদ্ধ হতে পারে দেশপ্রেম ও মানবকল্যাণে নিজেদের গড়ে তুলতে পারেন ভালো মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে।
কমিটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে মাইদুল ইসলাম বলেন, গত চার বছর ধরে ডিআইইউতে প্রথম আলো বন্ধুসভা সফলতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এর ধারাবাহিকতা বজায় রেখে প্রথম আলো বন্ধুসভা-ডিআইইউ কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি আরও বলেন, ‘বন্ধুসভা’ তরুণদের মধ্যে এই মানবিক মূল্যবোধ সঞ্চার করতে চায়। এটি মানবিক মূল্যবোধে উজ্জীবিত মানুষের সম্মিলিত হওয়ার, নিজেদের গড়ে তোলার এবং মানবতার কল্যাণে কাজ করার একটি মঞ্চ।