এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা

করোনা টিকা গ্রহণ করল বাংলাদেশ

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পদ্মা অতিথি ভবনে এই টিকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে
ভারত থেকে উপহার হিসেবে আসা ২০ লাখ ডোজ করোনা টিকা গ্রহণ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পদ্মা অতিথি ভবনে এই টিকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর কাছ থেকে টিকার ডোজগুলো গ্রহণ করেছেন।

টিকা নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ একটি ফ্লাইট মুম্বাই থেকে বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কভিশিল্ড নামের টিকাটি ভারতের সেরাম ইনস্টিটিউটে প্রস্তুত করা হয়েছে।

অনলাইনে নিবন্ধন ছাড়া কাউকে করোনার এই টিকা দেবে না বাংলাদেশ সরকার। রাজধানীর চারটি হাসপাতালে এ মাসের শেষ দিকে টিকাদানের মহড়া বা ড্রাই রান হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

এ চালানে আসা টিকা সংরক্ষণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির (ইপিআই) রাজধানীর তেজগাঁও কোল্ডচেইনে রাখা হবে।

ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাংলাদেশসহ বন্ধুপ্রতিম ছয় দেশকে টিকা উপহার দিচ্ছে ভারত।

সম্পর্কিত পোস্ট

করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে

banglarmukh official

বিশ্বে একদিনে করোনা শনাক্ত প্রায় ৫ লাখ, মৃত্যু ১১৫২

banglarmukh official

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৯৯, হার ১৩.৬০ শতাংশ

banglarmukh official

করোনায় আরও ৪৫৪ মৃত্যু, শনাক্ত আড়াই লাখের নিচে

banglarmukh official

বিশ্বে করোনায় একদিনে ১১৮৯ মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৩২ হাজার

banglarmukh official

বিশ্বে করোনায় আরও ১১৭০ মৃত্যু, শনাক্ত সোয়া চার লাখ

banglarmukh official