এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জাতীয় প্রচ্ছদ

আট জাতীয় দিবস বাধ্যতামূলক পালনের রিট খারিজ

সব রাজনৈতিক দল ও দেশের প্রত্যেক নাগরিককে আটটি জাতীয় দিবস পালন বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনটি খারিজ করে দেয়া হয়েছে।

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খারিজের এ আদেশ দেন।

আদালত বলেন, নাগরিকদের এসব দিবস পালনে বাধ্য করার নির্দেশনা দেওয়া আমাদের আওতায় পড়ে না। এটা দেখার দায়িত্ব জনগণের নির্বাচিত সংসদের।

এর আগে গত ৩ জানুয়ারি বুধবার আটটি দিবসকে আলাদাভাবে পালন বাধ্যতামূলক করতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন আইনজীবী মো. শহীদুল।

দিবসগুলো হলো 
১৬ ডিসেম্বর বিজয় দিবস, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ৩ নভেম্বর চার নেতার জেলহত্যা দিবস ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস।

সব রাজনৈতিক দলসহ দেশের সব নাগরিকের জন্য এসব দিবস পালন বাধ্য করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছিল।

সোমবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোজাম্মেল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official