সুপ্রিয়াদেবীর সাথে উত্তম কুমারের সম্পর্কের কথা সকলেরই জানা। তাকে ভীষণ ভালোবাসতেন সুপ্রিয়া দেবী, তাকে যত্নও করতেন ভীষণ। রান্না করে খাওয়াতেন তার পছন্দের খাবার। যার মধ্যে ভেটকি মাছে ‘কাঁটা চচ্চরি’র গল্প হয়ত বা অনেকেই জানেন।
সুপ্রিয়া দেবী উত্তম কুমারের প্রতি ভীষণ পজেটিভও ছিলেন। মহানায়কও সুপ্রিয়াদেবীর কাছে খুঁজে পেয়েছিলেন আশ্রয়। কেমন ছিল ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় এই জুটির সম্পর্ক? তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েই অনেক কথা, অনেক স্মৃতি মেলে ধরেন অভিনেত্রী ললিতা চট্টোপাধ্যায়।
সে সময়ে ছবির শুটিং সেটের একটি ঘটনাও শেয়ার করেন ললিতা চট্টোপাধ্যায়। তিনি বলেন, উত্তমের সঙ্গে আমার একটা ছবির শুটিংয়ের আউটডোরে গেছি। বেণুও গেছে (সুপ্রিয়া দেবী)। ওর সব সময় মনে হত উত্তম বোধহয় অন্যকোনও মেয়ের দিতে তাকাচ্ছে। উত্তম তাকাতও (হেসে ফেলে) কারণ সব মেয়েরাই তো উত্তমের জন্য পাগল ছিল। ও উত্তমের চোখটা হাত দিয়ে চেপে ধরত, বলত, না না অন্য কোনোও মেয়ের দিকে তাকাবে না। বলত, রুনুর (ললিতা চট্টোপাধ্যায়) দিকে তাকাবে না। যদিও ও জানত রুনুর থেকে কোনও সমস্যা নেই।