22 C
Dhaka
ফেব্রুয়ারি ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

একতা ফিউচার ফাউন্ডেশন শিক্ষার্থী ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে: মাজেদুল হক চৌধুরী শুভে

মতলব উত্তর উপজেলায় একতা ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ের লোগো সম্বেলিত সুয়েটার ও শীতের কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (১ জানুয়ারী) সকালে উপজেলার দক্ষিণ কামালদী মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে সুয়েটার ও বৃদ্ধাদের মাঝে কম্বল তুলে দেন একতা ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান

অতিথি ৭ নং মোহনপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুলের সুযোগ্য পুত্র সন্তান মাজেদুল হক চৌধুরী শুভে। ব্যবসায়ী আতাউর রহমানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো.শাহারিয়ার আহম্মেদ রোকনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, এসএমসির সভাপতি এসএম মহিউদ্দিন, দক্ষিণ কামালদী মাথাভাঙ্গা সপ্রাবি, প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন, বিদোৎসাহী সদস্য আতাউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, একতা ফিউচার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু, নূর আলী ও সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে মাজেদুল হক চৌধুরী শুভে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, জাতিকে শিক্ষিত

করানোর জন্য একতা ফিউচার ফাউন্ডেশন আজকের এই উদ্যোগ অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে। তিনি যার যার অবস্থান থেকে হত দরিদ্র ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়ে একতা ফিউচার ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার পরামর্শ

প্রদান করেন। তিনি আরো বলেন, আগামী দিনেও একতা ফিউচার ফাউন্ডেশন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ

বিতরণ, দরিদ্রের মাঝে চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দরিদ্র অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে এবং সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে বিভিন্ন সহযোগিতা প্রদান করা হবে। একতা ফিউচার ফাউন্ডেশন দরিদ্র ও মেধাবী শিশু শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়ায় তাদের মুখে হাসি ফুটেছে। শিশুদের এই হাসি বৃথা যাবে না। তারা অনুপ্রাণিত হবে এবং তারা পড়াশোনায় মনোযোগী হবে।

এসময় ১শ’ ১০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল লোগো সম্বেলিত সুয়েটার ও ১শ’ বৃদ্ধাদের মাঝে কম্বল বিনামূল্যে বিতরণ করা হয়

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে দু’পক্ষের বাকবিতন্ডা, হাতাহাতি

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম

banglarmukh official

বরিশালে শব্দ দূষণ বন্ধে বরিশালে র‍্যালী ও লিফলেট বিতরণ

banglarmukh official

বরিশালে ইলিশে নিষেধাজ্ঞার ১৮ দিনে ৫৫৬ জেলের কারাদণ্ড

banglarmukh official