নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতের শরণাপন্ন হলেও থেমে নেই অবৈধ দখলদাররা।
আদালতের মামলা সূ্ত্রে জানা যায়, নগরীর ৩নং ওয়ার্ডের গাউয়ারসার সড়ক রাজ্জাকিয়া মাদ্রাসা সংলগ্ন হোসনাবাদ মুন্সিবাড়িতে একবছর আগে সারে পাচঁ শতাংশ জমি ক্রয় করেন মোতালেব হাওলাদারের স্ত্রী সেলিনা আক্তার।
জমি ক্রয়ের পরে একবছর যাবত ভোগদখল করিয়া আসার পরে সেই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে সুবর্না আক্তার, স্বামী মনির ও মৃত মতিন হাওলাদারের ছেলে লিটন হাওলাদার।
ভুক্তভোগী সেলিনা আক্তার বলেন, ২০২২সালের ১৭ই এপ্রিল আমি সারে পাঁচ শতাংশ জমি ক্রয় করে সীমানা প্রাচীর দিয়েছি ও গাছ লাগিয়েছি। জমির বিএস রেকর্ড পর্যন্ত হয়েছে।
সেই জমিতে আমার লাগানো গাছপালা কেটে জোরপূর্বক দেয়াল নির্মাণ করেছে জয়নালের ছেলে মনির, সুবর্না আক্তার ও লিটন হাওলাদার। এঘটনা আমি আদালতের শরণাপন্ন হয়েছি।
এবিষয় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল বলেন, কিছুদিন পুর্বে গাউয়ারসার সড়কে এমন একটি অভিযোগ পেয়েছি আদালের নির্দেশে সেখানের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, যেহেতু বিরোধপূর্ণ জমি তাই আদালতের আদেশ ছাড়া ওখানে কেউ কোনো নির্মাণ কাজ করতে পারবেনা।
এস এন পলাশ
বরিশাল
০১৭১৩৯৬৩৬২৯