প্রেস বার্তা:
দেশের জনপ্রিয় আপনাদের বহুল পরিচিত, জাতীয় বাংলা অনলাইন নিউজ’ পোর্টাল,(বাংলার মুখ টুয়েন্টি ফোর ডটকম)’এর বার্তা সম্পাদক শেখ সুমন কে,বার্তা-সম্পাদক পদ হইতে অব্যাহতি দেয়া হয়েছে।
(বাংলারমুখ ২৪ ডটকম) পরিবার এ শেখ সুমন এর পরিবর্তে শিগ্রই নতুন বার্তা সম্পাদক পদে নিয়োগ দেয়া হবে,আপাতত সহকারী-বার্তা সম্পাদক মোঃশামীম ইসলাম (ভারপ্রাপ্ত) বার্তা- সম্পাদক,এর দায়িত্বভার পালন করবেন।
(বাংলার মুখ ২৪ ডটকম) এর ব্যাপস্থাপনা সম্পাদক প্রদীপ পাল ও প্রকাশক ও সম্পাদক মুহাঃপলাশ চৌধুরী স্বাক্ষরিত একটি বার্তায়,এ তথ্য প্রকাশিত হয়।
শেখ সুমন এর সাথে, বাংলার মুখ টুয়েন্টিফোর ডটকম এর তারিখ (০৮/০১/২০১৯)ইং হইতে,কোনো সম্পর্ক নেই,এখন থেকে -বার্তা প্রেরন ও সংগ্রহকারী সকল সাংবাদিকদেরকে বার্তা সংশ্লিষ্ট সকল তথ্য গুলো আমাদের নিজস্ব জি-মেইল www.banglarmukhofficial24.com এ পাঠানোর জন্য অনুরোধ করা হইলো।
(বাংলার মুখ ২৪ ডটকম)পরিবারের পক্ষ থেকে, আমাদের সম্মানিত দেশের সকল পাঠক বন্ধু ও শুভাকাঙ্খীদেরে “ইংরেজী নববর্ষ” ২০১৯ সালের শুভেচ্ছা ও অভিনন্দন।
ফেসবুক আইডি,গ্রুপ ও পেইজে,আপনাদের ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।