এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় ঢাকা নির্বাচন প্রচ্ছদ রাজণীতি

জাতীয় ঐক্যফ্রন্ট টিকবে না : কাদের

জাতীয় ঐক্যফ্রন্ট টিকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক, সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ব‌লেন, ‘এ জোটে নীতি ও আদর্শের ঘাটতি আছে। এ জোট যেভাবে গঠিত হয়েছে তাতে প্রথম থেকেই মনে হয়েছে এ জোট টিকবে না।

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

দ‌লের জন্য যারা ত্যাগ স্বীকার ক‌রে‌ছেন, সংরক্ষিত আসনে তাদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দ‌লের দুঃসম‌য়ে যারা দ‌লের জন্য কাজ ক‌রে‌ছেন, সংরক্ষিত নারী আসনে সেই ত্যাগী নেতাকর্মীদের বেশি মূল্যায়ন করা হবে।

এক প্র‌শ্নের জবা‌বে সেতুমন্ত্রী ব‌লেন, ‘ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, মাদক, সন্ত্রাসের মতো বিষয়ে নেতাকর্মীসহ সবাইকে হুঁশিয়ার করবেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। আগামীকাল শ‌নিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে নেতাকর্মী‌দের দিক নি‌র্দেশনাও দে‌বেন। এ ছাড়া ২১শ’ সালের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

সংরক্ষিত নারী আসনে এবার আগ্রহী প্রার্থীর সংখ্যা বেশি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দলের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ায় প্রার্থীও বেড়েছে। তবে ত্যাগী নেতাকর্মীদেরই এ পদের জন্য বেশি মূল্যায়ন করা হবে। বিশেষ করে গত নির্বাচনে যারা মনোযোগ দিয়ে কাজ করেছেন তাদের অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হবে।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official