বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন একেএম শাহজাহান কামাল। তাকে সতর্ক করেছেন এ মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, বিমান নিয়ে অনেক সংকট আছে। এ মন্ত্রণালয়ে আমরা অনেক অর্জন করেছি। বিমানের কিছু ব্যর্থতায় সব অর্জনই শেষ হয়ে যায়।
বৃহস্পতিবার সকালে নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া একেএম শাহজাহান কামালকে সঙ্গে নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান মেনন বলেন, আমি এ মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর বিমান পর পর তিন বছর লাভজনক প্রতিষ্ঠান হয়েছে। বিমানকে আমরা ক্যাটাগরি-১ এ আনার চেষ্টা করেছি। কিন্তু আনতে পারিনি। নিউইয়র্কে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স দেওয়ার প্রতিশ্রতি ছিল। কিন্তু সেটা আমরা পূরণ করতে পারিনি।