পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ করতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ রবিবার রাজধানীর রমনায় নবনির্মিত পুনাক কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, বর্তমান সরকারের কার্যকরী পদক্ষেপের ফলে দেশ এগিয়ে চলছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে পুলিশও এগিয়ে যাচ্ছে। পাশাপাশি পুলিশ পরিবারের নারীদেরও এগিয়ে যেতে হবে।
পুলিশ পরিবারের সদস্যদের জনকল্যাণমূলক ও সৃজনশীল কাজের প্রশংসা করে পুলিশ প্রধান বলেন, সমিতির সদস্যদের স্বাবলম্বী করা ছাড়াও শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে পুনাক উল্লেখযোগ্য অবদান রাখছে।